শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কোন সীমানায় পরিত্রাণ ! : মাহবুব পলাশ

সারি সারি লাশ, লাশের মিছিল।
কবি ও কবিতারা দিশেহারা,
এযে আমাজানের শ্বাপদসংকুলতা থেকে ও ভয়ংকর !
প্রিয় তেপান্তর বিপন্ন আজ কফিন আর কাফনে।

প্রিয় ট্রুডো, সোফি, জনসন, চার্লস
ওরা ফিরে আসতে পারলে ও
পারলো না আমার দেশের বীর সেনা প্রিয় ড.মঈন
এ তো মৃত্যুর কাছে হার মানা নয়
গোটা জাতির রেড এলার্ট এলার্ম প্রিয় বাংলাদেশ।

উহান পেরিয়ে বৃটেন, ফ্রান্স, ইরান তছনছ করে
নিউইয়র্ক, জার্মান, সুদান আফ্রিকা হয়ে
গোটা বিশ্ব আজ জীবানু অস্ত্রের হানায় কুপোকাত!
মৃত্যু তো চিরন্তন সত্য, কিন্তু তাই বলে
জম কাঁধেই বসে থাকার ভয়ংকর ত্রাস !

তটস্থ গোটা বিশ্ব অদৃশ্য কীটের হানায়
সাইবেরিয়া, এন্টার্কটিকা, কাঞ্চনঝঙ্ঘা, নায়াগ্রা, গ্রীণ ল্যান্ড
অজানা গহীন গ্রহান্তরেই কি হারিয়ে যাচ্ছে গোটা বিশ্ব ?
তবে, কোন সীমানায় এর পরিত্রাণ !