মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে যাচ্ছে গ্রামীণ ব্যাংক

grameen bank

নিজস্ব প্রতিনিধিঃ

সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে যাচ্ছে ক্ষুদ্রঋণ পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। মঙ্গলবার জাতীয় সংসদে ‘গ্রামীণ ব্যাংক বিল-২০১৩’ পাস হয়েছে। বিলটি পাসের আগে জনমত যাচাইয়ের প্রস্তাব করেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, এ বিলটির সঙ্গে অনেক মানুষের স্বার্থ জড়িত। তাই বিলের ওপর জনমত যাচাই করা জরুরি। জবাবে অর্থমন্ত্রী বলেন, বিলটি সম্পর্কে জনগণের অজানা নেই। আর বিলের মূল কাঠামোতে কোন পরিবর্তন আনা হয়নি। শুধুমাত্র ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ দিয়ে চলছে। এ বিষয়ে আইন প্রণয়ন করা প্রয়োজন। তাই বিলটি পাসের আগে জনমত যাচাইয়ের প্রয়োজন নেই।

Leave a Reply