বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবীতে জেলা প্রশাসকের প্রতি কৃষকদলের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি : দেশের সংকটময় এই মুহুর্তে কৃষকদের থেকে ধান ক্রয়ের দাবীতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদল।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর কাছে উক্ত স্মারকলিপি হস্তান্তর করেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী, সহ সভাপতি মোহাম্মদ ছানাউল্লাহ ও যুগ্ম সম্পাদক মোঃ মফিজ উদ্দিন প্রমুখ। স্মারক লিপি প্রদানের পক্ষে কৃষকদলের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম এ হালিম ও কেন্দ্রীয় নেতা ইসহাক কাদের চৌধুরী বলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সারাদেশে উক্ত স্মারকলিপি প্রশাসনের কাছে প্রদান করা হচ্ছে। করোনা সংকটজনিত কারনে বাংলাদেশের কৃষক এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিনযাপন করছে। কৃষকরা ইতিমধ্যে নিদারুন কষ্টের মধ্য দিয়ে ধানকাটা ও সম্পন্ন করেছে। এমন পরিস্থিতিতে ধানকাটা ও চাষাবাদ খরচ মিলাতে পারছে না কেউ। তাই দেশ বাঁচাতে কৃষকদের দিকে সুদৃষ্টি দিয়ে তাকানো এখন সময়ের দাবী। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয় অন্তঃত এই সংকটময় মুহুর্তে মধ্যস্বত্ব ও সুবিধা ভোগীদের মাধ্যমে নয়, সরাসরি কৃষকদের মাধ্যমে ধান ক্রয় করা একটি মৌলিক গনদাবি। করোনা জনিত কারনে স্বাস্থ্য বিধী মেনে সীমিত পরিসরে উক্ত স্মারকলিপি প্রদান কর্মসূচি সম্পন্ন করেন বিএনপির অংগসংগঠনের এই নেতৃবৃন্ধ।