বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কাদের মোল্লার আপিলের রায় যেকোনো দিন প্রকাশ

kader

 জামায়াত নেতা কাদের মোল্লার আপিল মামলার রায় লেখা শেষ । যে কোন দিন এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে।  রায় প্রকাশের পর রিভিউ পিটিশন করা হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তবে, এর কোন সুযোগ নেই বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ট্রাইব্যুনালের দেয়া সাজা বাড়িয়ে, মানবতাবিরোধী অপরাধের আসামী কাদের মোল্লাকে গত ১৭ ই সেপ্টেম্বর মৃত্যুদণ্ড দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুই মাসের বেশি হয়ে গেলেও, এখনো পুর্নাঙ্গ রায় প্রকাশ হয়নি। ফলে, রিভিউ পিটিশন -রায় কার্যকর কোন প্রক্রিয়াই এগোয়নি।মামলার দুই পক্ষই মনে করে, রায় প্রকাশে তেমন কোন দেরি হয়নি। প্রধান বিচারপতিসহ বেঞ্চের চারজনই রায় লিখে রেখেছেন অনেক আগেই। ভিন্নমত পোষণকারী বাকি এক বিচারকও তার রায় জমা দিয়েছেন ২৪ নভেম্বর। এদিকে, এ মামলায় রিভিউ পিটিশন করার সুযোগ আছে কিনা-তা নিয়ে কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রয়েছে ভিন্ন ভিন্ন মত।এদিকে, আপিল বিভাগে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার শুনানি চলছে ১৭ দিন ধরে। গত ২৮ শে ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদন্ড দেয়। এ রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করেন ২৭শে মার্চ।

Leave a Reply