শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

করেরহাট ইউনিয়ন বি.এন.পির উদ্যোগে সমন্বিত ত্রান বিতরন


কামরুল ইসলাম:: বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া মহামারী কারোনা ভাইরাসের প্রাদুর্ভাবে করেরহাট ইউনিয়নের অসহায়, অস্বচ্ছল, ও কর্মহীন খেটে খাওয়া মানুষের মাঝে ঐক্যবদ্ধভাবে ত্রান বিতরন করেছে করেরহাট ইউনিয়ন বি.এন.পি। গত ৮ ই মে করেরহাট রাজকুমার কমিউনিটি সেন্টারে এই ত্রান বিতরন কর্মসুচীর উদ্বোধন করা হয়। করেরহাট ইউনিয়ন বি.এন.পির সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে ও বেলায়েত হোসেন সিরাজের সঞ্চালনায় ত্রান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বি.এন.পি র সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বার, কামাল উদ্দিন, আলী নেওয়াজ চৌধুরী, সলিম উল্লাহ, জহির উদ্দিন বাবলু, দিদারুল আলম, আবুল হোসেন মিয়া, জাহাঙ্গীর আলম, এয়াছিন মিজান, আবদুল খালেক সহ সকল ওয়ার্ড বি.এন.পি সভাপতি/ সম্পাদক সহ যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
ত্রান বিতরন কার্যক্রমের প্রধান সমন্বয়ক রেজাউল করিম নোমান জানান দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে পরিচালিত ত্রান কার্যক্রমে সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে আমরা প্রতিটা ওয়ার্ডের সভাপতি / সম্পাদকের মাধ্যমে অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে ঘরে ঘরে ত্রান পৌছে দিই। করেরহাট ইউনিয়ন বি.এন.পি ঐক্যবদ্ধ ত্রান কার্যক্রমে মীরসরাই উপজেলা বি.এন.পির আহবায়ক জনাব নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা বি.এন.পির যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্যসচিব সালাউদ্দিন চেয়ারম্যান সার্বিক দিকনির্দেশনা দেন। ৮ই মে থেকে ২৪শে মে পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিটা ওয়ার্ডে ত্রান পৌছায় দেয়া হয়ও বাজারের রিক্সা চালক সি,এন,জি চালক,ও দারোয়ানের হাতে ত্রান তুলে দেয়া হয়। তিনি জানান অতীতের মতো সকল দুর্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পি জনগনের পাশে থাকবে। তিনি ত্রান কার্যক্রমে আর্থিক ও দিকনির্দেশনা দিয়ে সহায়তাকারী দেশ ও প্রবাসের সকল মানবিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।