শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

করেরহাটে সামাজিক দূরত্ব রেখে খাবার বিতরণ করলেন এসিল্যান্ড

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের দরিদ্র দুঃস্থ ৫ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করে মানবিক জরুরী খাবার বিতরণ করলেন সহকারি কমিশনার ভূমি রাশেদুল ইসলাম। সোমবার ( ৬ এপ্রিল) সকাল ১১টায় করেরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পরস্পর ৩ ফুট দূরত্বে থেকে চাল, ডাল, তেল, পেঁয়াজ ইত্যাদি সহ উক্ত জরুরী খাবার সামগ্রী বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন,

 

উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, স্থানীয় করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন প্রমুখ ব্যক্তিবর্গ। নয়ন চেয়ারম্যান জানান করোনার আগ্রাসনে বর্তমান সৃষ্ট পরিস্থিতিতে উক্ত ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ সহ সমন্বিত প্রচেষ্টায় ৫ সহ¯্রাধিক ব্যক্তির মাঝে দফায় দফাল জরুরী খাবার বিতরণ করা হয়েছে। উক্ত মানবিক সহযোগিতা প্রদানকালে সহকারি কমিশনার ভূমি রাশেদুল ইসলাম বলেন এই মুহুর্তে আমাদের মনে সাহস রেখে স্বাস্থ্য সচেতন হতে হবে সবচেয়ে বেশী। তিনি মানবিক সহযোগিতার ও নিজে বার বার না নিয়ে অন্যদের সুযোগ করে দেয়ার অনুরোধ করেন।