বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কবি তামান্না রসুল এর কবিতা নারী অপরাজিতা

5936953280498_n

নারী অপরাজিতা
তামান্না রসুল

ভালোবাসার মুক্ত আকাশে উড়ার স্বপ্ন দেখাটা,
কোনো অন্যায় হবে কেন?
বড্ড জানতে ইচ্ছে করে…
কি কারণে আজ?
নারীদের পড়তে হচ্ছে-
বিবেকহীন সমাজের কলুষিত চোখে।
কারো মা,কারো বোন,কারো প্রিয়া নারী
কিছু নির্লীপ্ত মানুষের মুখে শুনা যায়-
মেয়ে চাই না, আমার ছেলে চাই।
প্রশ্ন তাদের কাছে…
নারী না থাকলে আপনার এই বড়াই থাকতো তো?
নারী মহিয়সী,
বিভিন্ন ইতিহাসের পাটা উল্টালে দেখা যায়-
পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে বেশির ভাগই নারীদের,
পুরুষের সাফল্য অর্জনের পেছনে রয়েছে নারীর অবদান।
নারী নন্দীনি,অনন্যা,অপরাজিতা,বনলতা সেন;
যেখানেই জয়ের গান…
মনে রেখো পৃথিবী, অর্ধেক নারীর দান।