বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কবি আহমেদ পলাশের কবিতা ‌‌‍‌‌‍‌‌‌‌‌‌‍”নিঃসঙ্গ নীড়”

40748678_n

 

নিঃসঙ্গ নীড়
আহমেদ পলাশ
.
শান্তিটা বেশ খুঁজি-
কোথায় আছে শান্তি বলো
স্বস্তিতে চোখ বুজি।
.
বার্মা থেকে ইরাক চলো
কোথায় শান্তি আছে বলো
বুলেট বোমে বিদ্ধ সব
বর্বরতার কলরব!
মানবতা শুধুই মেকি
আসুন তাদের দৃশ্য দেখি-
.
হায়!
ইরাকে চোখ যায়
নির্বিচারে একটি দেশ
ধ্বংস এখন প্রায়,
রক্তরঙা কাফন উড়ে ধূসর সিরিয়ায়!
.
নিঃসঙ্গ আজ নীড়
নষ্ট জনের ভীড়।
তবু শান্তি খুঁজি,
একফোঁটা সুখ পারবে দিতে
স্বস্তিতে চোখ বুজি।