শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কবি আহমেদ পলাশের কবিতা ||ইচ্ছে||

5544777311552546_n

||ইচ্ছে||
→আহমেদ পলাশ
.
আকাশের নীল হব
পল্লীর বিল হব
হব মেঘ জড়ো হওয়া বৃষ্টি,
সাগরের স্রোত হব
গুণীদের ব্রত হব
হব ধরার অপরুপ সৃষ্টি।
.
বইয়ের পাঠ হব
পল্লীর ঘাট হব
হব চাঁদ সূর্য তারার মেলা,
আকাশের ঘুড়ি হব
চাঁদের বুড়ি হব
হব নীল জলে ভাসা রঙিন ভেলা।
.
পাখি আর ফুল হব
পথমাঝে ধুল হব
হব লুডু কানামাছি ডাংগুলি,
পাহাড়ের বাঁক হব
ভোমরার ঝাঁক হব
হব সৎ সততার সৎ বুলি।