শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কবিতা আর গানের মূর্ছনায় মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজে স্বজনদের শীত উৎসব


নিজস্ব প্রতিনিধিঃ কবিতা আবৃত্তি আর গানের মূর্ছনায় মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজে সম্পন্ন হলো যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখার আয়োজনে ‘শীত উৎসব’। স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখার সভাপতি অধ্যাপক নাছির উদ্দিনের সভাপতিত্বে, স্বজন উপদেষ্টা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ ও স্বজন উপদেষ্টা রিপন গোপ পিন্টুর সঞ্চালনায় গত শনিবার ( ৬ জানুয়ারী) মীরসরাই কলেজের লাইব্রেরী মিলনায়তনে উক্ত শীত উৎসব এর শুভ উদ্বোধন করেন অধ্য নুরুল আফছার। শিল্পী রণজিত ধরের কন্ঠে কবি নজরুলের ‘দাও সৌর্য্য, দাও ধৈর্য্য হে উদার নাথ’ দিয়ে শুরু একের পর এক আবৃত্তি করে তানজিনা আফরোজ, মোহনা দে, রাবেয়া আক্তার রিমা, জান্নাতুল ফারিহা, পারভিন আক্তার, ইশরাজ জাহান, আফরোজা বেগম, জাকিয়া সুলতানা, আমেনা ফারহানা, জান্নাতুল ফেরদৌস, নুসরাত, মায়মুনা, বিবি রাবেয়া, বিবি জোহরা, আফসানা, মাইশা, ইছমের জাহান, ফারজানা ও সাবরিনা। দেশাত্ববোধক, লালন ও আধুনিক গান পরিবেশন করে মোহনা, বৃষ্টি সূত্রধর, সানজিদা, তানজিনা, সালমা, তানজিলা, রাশেদা, ঝর্ণা ও তন্বি দেবী। স্বরচিত কবিতায় অংশগ্রহন করে কুলসুমা আক্তার লিমা, তাসলিমা আক্তার, আজমিরা সুলতানা ও সাবরিনা ফেরদৌস। অতিথীগনের মধ্য থেকে আবৃত্তি পরিবেশন করে প্রতাপ বণিক রানা, কবি ও ছড়াকার বাহার মাসুক এবং নুর নবী নুর। কৌতুকাভিনয় পরিবশেন করে জিয়াউল ইসলাম জিতু । সবাইকে সুরের মূর্ছনায় ভাসিয়ে তুলে সাইদুল ইসলাম নাঈমের আবৃত্তি ‘অস্পরী’ ও গান ‘এমন যদি হতো বাবুই পাখির মতো’। এছাড়া ফরহাদুল করিম সুমন এর ‘ এই ভালোবাসা তোমাকে পেতে চায়’ , শিল্পী ও আবৃত্তিকার মহিবুল আরিফের আবৃত্তি নির্মলেন্দুগুণ এর ‘স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো’ এবং ফোক গানের মেলোডি সবাইকে বিমোহিত করে। অনুষ্ঠানে বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন শিল্পী রণজিত ধর, সাংবাদিক রাজিব মজুমদার ও আনোয়ারুল হক নিজামী। স্বজনদের পরিবেশনা নিয়ে মূল্যায়ন বক্তব্য রাখেন অধ্যাপিকা সুলতানা ইয়াসমিন, অধ্যাপক সাইদুল ইসলাম ও অধ্যাপক নজরুল ইসলাম। আবৃত্তি ও মূল্যায়ন বক্তব্য রাখেন ও শিক্ষিকা পুশকীন চৌধুরী ও বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক ও আবৃত্তিকার অধ্যাপক ইকবাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক জহুরুল ইসলাম ও অধ্যাপক একরামুল হক। সবশেষে প্রধান অতিথীর বক্তব্য রাখেন কয়েকটি মহাকাব্যের রচয়িতা মহাকবি কাইয়ুম নিজামী। এসময় তিনি তাঁর বক্তব্যে সকল শিল্প সাহিত্য ও সংস্কৃতির বিকাশে স্বজনদের এই কার্যক্রমকে উদ্বুদ্ধ করার জন্য প্রতিটি স্বজনকে বিনামূল্যে তাঁর বই উপহার দেবার ঘোষনা দেন। এছাড়া মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ পাঠাগারে তাঁর পক্ষ থেকে ৫০ হাজার টাকার বই উপহার দেবার ঘোষনা দেন। এসময় তিনি উপস্থিত ৩ কৃতি আবৃত্তিকার ও সংগঠকের হাতে তাঁর রচিত বঙ্গবন্ধুর উপর ‘টুঙ্গি পাড়ায় জন্ম তোমার’ মহাকাব্য উপহার প্রদান করেন। সবশেষে অতিথীবৃন্দ সাহিত্য আসরের কবিতায় ও গানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কবিতায় পুরস্কার লাভ করে কুলসুমা, মাইশা ও আমেনা। গানে বৃষ্টি, মোহনা ও তন্বি। স্বরচিত কবিতায় রাবেয়া, তানজিনা ও আজমীরা। কুইজ বিজয়ী হয় রাবেয়া, আরাফাত, মায়েশা, ইসমাইল ও আফসানা। অনুষ্ঠানে অতিথী হিসেবে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সাহাব উদ্দিন, ইমাম হোসাইন, কামরুল ইসলাম, সানোয়ার ইসলাম রনি, তৌহিদুল ইসলাম ও আজিজ আজহার। অনুষ্ঠানে যন্ত্র সহযোগিতায় ছিলেন বাবু দিবাকর ।


স্বজন মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিট ঃ সাহিত্য সভা শেষে যুগান্তর স্বজন সমাবেশ এর মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ শাখা কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটি যথাক্রমে সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সহ সভাপতি অধ্যাপক সাইদুল ইসলাম ও অধ্যাপক সুলতানা ইয়াসমিন। সাধারন সম্পাদক মেহেরুন প্রান্ত। যুগ্ম সম্পাদক তাসলিমা আক্তার প্রমি। সাংগঠনিক সম্পাদক আরাফাতুর রহমান। মহিলা সম্পাদিকা সাদিয়া স্মৃতি। এছাড়া রাশেদা আক্তার, বিবি রাবেয়া, মোহনা দে, তন্নি দেবী সাদিয়া খানম ও ঝর্ণা রাণী সহ ২১ সদস্য বিশিষ্ট মীরসরাই বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষনা করা হয়।