শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ওডিআইতে সুযোগ চান মমিনুল

বিশেষ প্রতিবেদক :

mominul- file

ম্যান অব দ্য ম্যাচ আর সিরিজের পুরস্কার হাতে নিয়ে হাসি মুখে ফটো সেশন করা মমিনুলকে দেখে একবারও মনে হয়নি তিনি অসুস্থ। অবশ্য মিরপুর টেস্টের ৪র্থ দিনে সেঞ্চুরি করেছিলেন জ্বর নিয়ে। সেই জ্বরটা যে এতটা ভোগাচ্ছে তাকে সেটা বোঝা গেল গতকাল মমিনুলের সঙ্গে কথা বলে। বাইরে ঝির ঝির বৃষ্টি আর আগে থেকেই বলা ছিল শনিবার অনুশীলন নেই। ক্রিকেটাররা হোটেলে অলস সময় কাটাচ্ছেন। কিন্তু মমিনুল ব্যস্ত নিজেকে ওডিআই সিরিজের জন্য ফিট করতে। বলেন, ‘খুবই অসুস্থ আমি। অ্যাপোল হাসপাতালে আজ রক্ত পরীক্ষা করতে যাচ্ছি।’
তাহলে কি টেস্টে সিরিজের সেরা ব্যাটসম্যানটিকে বাংলাদেশ দল ওডিআই সিরিজে মিস করবে? জবাবে মমিনুল বলেন, ‘বুঝতে পারছি না। আমি তো আশা করছি ওডিআই খেলব। সেভাবেই চেষ্টা চলছে। আমার সঙ্গে ড. দেবাশীষ চৌধুরী আছেন।’ চট্টগ্রামে ১৮১, ২২ আর মিরপুরে ৪৭ আর অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলা মমিনুল এখন দেশের ক্রিকেটের নতুন তারকা। তামিম-সাকিব-নাসির আর মুশফিকের পর এখন আন্তর্জাতিক ক্রিকেটে মমিনুলের নাম যোগ হয়ে গেছে। তারকা খ্যাতি ধরে রাখতে পারবেন তো? চুপ করে থেকে অসুস্থ মমিনুল ধীরে ধীরে বলেন, ‘তারকা খ্যাতি নিয়ে ভাবছি না। আমি আমার মাঠের পারফরমেন্স ভাবি। তবে আশা করছি সব কিছু ঠিকভাবেই সামলাতে পারব। এখন আপাত টার্গেট রক্ত পরীক্ষা আর ওডিআই সিরিজ।’ ড. দেবাশীষ চৌধুরী বলেন, ‘বড় কিছু না। আসলে এটা ভাইরাস জ্বর। এ ধরনের জ্বরে আমরা সাধারণত বিশ্রাম নিতে বলি। কিন্তু মমিনুল টানা মাঠে ছিল। সবচেয়ে বেশি ব্যাটিংও করেছে। বিশ্রাম পায়নি। শনিবার রক্ত পরীক্ষা হয়ে গেছে। রোববার সকালে রিপোর্ট পেয়ে যাবে। এটা তেমন কিছু না।’ তাহলে কি ওডিআই সিরিজের আগে মমিনুল অনুশীলন করছে না? ড. দেবাশীষ চৌধুরী বলেন, ‘তা নয়। এতে একজন ক্রিকেটারের জন্য ক্ষতি। সে যদি নিজেকে ফিট মনে করে তাহলে মাঠে নামবে। সে যা পারে সেটা করবে। আমরা তাকে জোর করব না। অন্যদের যা করতে হবে তা তাকে করতে হবে না। এখনও তো দুই দিন বাকি আছে। আশা করছি ঠিক হয়ে যাবে।’ ২৯ অক্টোবর তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথমটি, ৩১ অক্টোবর দ্বিতীয় মিরপুরে আর ৩ নভেম্বর শেষ ওডিআই অনুষ্ঠিত হবে ফতুল্লায়। ৬ নভেম্বর একমাত্র টি-টোয়েন্টি।

Leave a Reply