মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এভারেস্টে তুষারধস, নিহত ১৫

02_214829

নেপালে ভূমিকম্পের জেরে ধস নামে এভারেস্টে। সেখানে পর্বতারোহণের জন্য বেইস ক্যাম্পে থাকা অভিযাত্রীদের মধ্যে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিন দিক থেকে তুষারধস নেমে কার্যত গুঁড়িয়ে যায় তাঁদের বেইস ক্যাম্প। এভারেস্ট বেইস ক্যাম্পগুলোতে বিভিন্ন দেশের প্রায় ৮০০ অভিযাত্রী ছিলেন। তুষারধস নামায় বহু পর্বতারোহীর খোঁজ মিলছে না। বেশ কিছু বেইস ক্যাম্প ধ্বংস হয়ে গেছে।নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠা বলেন, ‘এভারেস্টে নিহতের সংখ্যা বাড়তে পারে। নিহতদের মধ্যে বিদেশিদের পাশাপাশি থাকতে পারেন স্থানীয় শেরপারাও।’রুমানিয়ার পর্বতারোহী ভূমিকম্পের পর টুইট বার্তায় লিখেছেন, ‘বড় ধরনের তুষারধস ঘটেছে। পর্বতে অনেক লোক আটকা পড়েছে। আরেক পর্বতারোহী ড্যানিয়েল মাজুর লিখেছেন, ‘তাঁবু থেকে অনেকে প্রাণ বাঁচাতে দিগি¦দিক ছুটছেন। আমার দলের অনেকে আটক পড়েছেন। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করুন।’ভারতীয় কর্তৃপক্ষ জানায়, এভারেস্টে ১৫ জন পর্বতারোহী প্রাণ হারালেও ১২ জন বাঙালি পর্বতারোহী রক্ষা পেয়েছেন। সেখানে ‘স্বচ্ছ ভারত’ অভিযানে যাওয়া সেনা জওয়ানরা নিরাপদে আছেন বলে জানানো হয়েছে।প্রসঙ্গত, বছরের এই সময়টায় এভারেস্ট শৃঙ্গ জয় করার জন্য সবচেয়ে বেশি অভিযাত্রী থাকেন হিমালয়ে। সূত্র : রয়টার্স।