শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

একুশে বই মেলায় কবি আহমেদ পলাশের ‘কাগজের ফুল’।

028798904_n

একটি সবুজবৃক্ষ দাদুর চাদরের মতই ঢেকে রাখে
জমিন। আর একজন লেখকের ছায়ায় হেঁটে চলে সময়।
সেই সময়ের প্রতিনিধি আহমেদ পলাশ। কবিতা
গল্পে মাতিয়ে রাখছেন চারপাশ। মন আর মননে
সাহিত্যনামক তাবুতে আশার অদম্য ইচ্ছে প্রায়
একযুগ।
২০১৭ একুশে বইমেলায় পাঠকের জন্যে উপহার
‘কাগজের ফুল’। নামটি সকালের মতই সরল।বইতে
থাকা পাঁচটি গল্প সববয়সির জন্যে হলেও শিশু-
কিশোররা পড়ে ভাববেন চারপাশ নিয়ে।সেই বোধ
আর শব্দরুচিতে লেখা- গর্ভধারিণী, অনুদান, গণিত
স্যারের লালচশমা,নীরনের নীল কষ্ট ও কাগজের
ফুল- এ পাঁচটি গল্প। মনের মাঝে সবচেয়ে বেশি টাচ
করবে- গর্ভধারিণী, অনুদান ও কাগজের ফুল।গল্পকার
আহমেদ পলাশ সময়ের বুক থেকে চিহ্নিত
ক্ষতগুলোকে গল্পের চরিত্রে এনে সাবলিল বর্ণনা
করেছেন। এতে ফুটে উঠেছে আমাদের
মা,মাটি,মানবতা, মানুষের নৈতিকতাবোধ, এবং
সেই সাথে সমস্যার সমাধানও দিয়েছেন কথক। যেটি
একটি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এভাবেই একজন লেখক পাঠকের মনে জায়গা করে
নেন।টিকে থাকেন আগামীকাল।
.
আহমেদ পলাশ জন্মেছেন-কুমিল্লার মনোহরগঞ্জ
উপজেলার কেয়ারী গ্রামে, ২৭ এপ্রিল,১৯৯৪। অধ্যয়ন
চট্টগ্রাম কলেজে, বাংলা ভাষা ও সাহিত্যে।
সম্পাদনা করছেন শিল্পসাহিত্যের পত্রিকা-
শৈলিকা। সত্য ও সুন্দরের চর্চায় সমৃদ্ধ হোক তার
সৃজনস্রোত। শুভ কামনা। জয়তু কাগজের ফুল।
.
ইমরান মাহফুজ
কবি, গবেষক ও সম্পাদকঃ কালের ধ্বনি