বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

একান্তে :: এলিজা খাতুন

মেঘমুক্ত রাত এলেই
জ্যোৎস্না দেখতে বেরিয়ে পড়া মানুষেরা
রূপসজ্জা শুরু করে দিন থাকতেই
চাঁদের আলোর নিচে ওরা হয়ে ওঠে
এক একটি অন্ধকার
ভাসে নিজ নিজ আঁধারে
এদিকে আমি অসজ্জিত অন্তরে জানালার পাশে
মূলত সাজের মধ্যে প্রিয় ছিল কাজল
বাড়ির উঠোনে সবজিবিহীন শূন্য মাচা
বা শূন্য গোয়ালের মতো
অতল শূন্যতায় পূর্ণ হৃদয়
এখন কাজল বলতে-
অন্ধকার ব্যতীত আর কিছু বুঝিনা
বৃষ্টি ভালোবেসে বীজ বোনার স্বপ্ন সাজাই
মধ্যরাত থেকে আকাশে দারুণ মেঘ !
নড়বড়ে চালের নিচে ঝড়ের উদ্বেগ
যদি রৌদ্রে যাবার নিমন্ত্রণ পাই কোনো ভোরে
নির্বাসিত হৃদয় ফিরে তাকাতেও পারে-
পাথর-সময়ে চাপা পড়া নিজ অবয়বে
অথবা রোদ লাগা একান্ত ছায়ায় । ।