বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

উৎসবমুখর পরিবেশে ২১০ প্রার্থীর মনোনয়ন জমাদান

193

নিজস্ব প্রতিবেদক- ৬ষ্ঠ ধাপে আগামী ৪ জুন মীরসরাইয়ের অবশিষ্ট ৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। গতকাল দিনভর মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণ ছিল চেয়ারম্যান মেম্বার প্রার্থীদের পদচারণায় মুখর। ৭ ইউনিয়নের ১৫ চেয়ারম্যান প্রার্থীসহ ২১০ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় আওয়ামী লীগের প্রার্থীদের সাথে আসা নেতাকর্মীদের প্রাণবন্ত দেখা গেছে। অন্যদিকে অনেকটা নীরবে নিভৃতে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। ৭ ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে ১৬০ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৩৫ সদস্য প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

এদিকে মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে উপজেলা সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যয়নপত্র তুলে দেয়া হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফার উপস্থাপনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিতেন্দ্র নাথ মন্টু, যুগ্ম সম্পাদক আলহাজ্ব জসীম উদ্দিন, সদস্য মহিউদ্দিন রাশেদ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আতাউর রহমান প্রমুখ।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পর্যন্ত চেয়ারম্যান পদে ১ নম্বর করেরহাট ইউনিয়নে এনায়েত হোসেন নয়ন (নৌকা), তায়েফ উদ্দিন (স্বতন্ত্র), ১০ নম্বর মিঠানালায় খায়রুল আলম খায়ের (নৌকা), মোঃ শাখাওয়াত হোসেন চৌধুরী (ধানের শীষ) ও শেখ সায়েম (স্বতন্ত্র), ১১ নম্বর মঘাদিয়ায় জাহাঙ্গীর হোসাইন মাস্টার (নৌকা), কামরুল আলম (ধানের শীষ), ১২ নম্বর খৈয়াছড়ায় বর্তমান চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী (নৌকা), মোঃ গিয়াস উদ্দিন (ধানের শীষ), ১৩ নম্বর মায়ানীতে বর্তমান চেয়ারম্যান মাস্টার কবির আহমদ নিজামী (নৌকা), নুর হোসেন (ধানের শীষ), ১৪ নম্বর হাইতকান্দিতে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী (নৌকা), আবু তাহের মাসুদ (ধানের শীষ), ১৫ নম্বর ওয়াহেদপুরে ফজলুল কবির ফিরোজ (নৌকা), বর্তমান চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম (ধানের শীষ) মনোনয়নপত্র জমা দিয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন জানান, সোমবার (গতকাল বিকেল পর্যন্ত ১৫ চেয়ারম্যান প্রার্থীসহ ২১০ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়পত্র জমা দিয়েছেন। তিনি বলেন, আগামীকাল (আজ মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।