মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

উপজেলা নির্বাচন আয়োজনে ইসি ব্যর্থ : সুজন

sujon_79552
সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, উপজেলা নির্বাচনে কেন্দ্র দখল এবং সহিংসতার ঘটনা ঘটেছে তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। তিনি বলেন, উপজেলা নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদের সমালোচনা করে সুজন সম্পাদক বলেন, দেশে যে মুহূর্তে উপজেলা নির্বাচন হচ্ছে তখন সন্তোষজনক কারণ ছাড়া প্রধান নির্বাচন কমিশনারের এভাবে ছুটিতে যাওয়া কোনমতে গ্রহণযোগ্য নয়।সংবাদ সম্মেলনে বলা হয়, চতুর্থ ধাপের ২৩ মার্চ অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রায় ২৯ দশমিক ৮১ শতাংশের বিরুদ্ধে মামলা রয়েছে। এর মধ্যে ৩ দশমিক ৯৫ শতাংশের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় (খুন) মামলা রয়েছে। এ ছাড়া চেয়াম্যানর প্রার্থীদের মধ্যে ৫৯ দশমিক ৬৩ শতাংশের পেশা ব্যবসা।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আহমেদ ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাংগীর। সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশে যে মুহুর্তে উপজেলা নির্বাচন হচ্ছে, তখন প্রধান নির্বাচন কমিশনারের এভাবে ছুটিতে যাওয়া উচিত নয়। নির্বাচন কমিশন গা ছেড়ে দেয়ার কারনে বিশৃংখলা বেড়েছে। মহুম্মদ জাহাঙ্গীর বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের কথা বলে নিজের সাফাই গাচ্ছে। কমিশনকে এখন মানদণ্ড ঠিক করতে হবে, আর কত বিশৃঙ্খলা হলে, কত মানুস মারা গেলে তারা বলবেন নির্বাচন সুষ্ঠু হয়নি।