শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

উপজেলা নির্বাচনে আ.লীগের ভরাডুবি হয়েছে: ফখরুল

image_69330_0_71025
 বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শত চেষ্টা করেও আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে ভরাডুবি ঠেকাতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, উপজেলায় আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। শত চেষ্টা করেও তারা নিজেদের বাঁচাতে পারেনি। দশম জাতীয় সংসদে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হলে সেখানে তাদের ভরাডুবি হতো। ওই নির্বাচনে বিএনপি ৯৫ ভাগ আসনে জয়ী হতো।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।এ সময় মির্জা ফখরুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বেশির ভাগ উপজেলায় জয় পেয়ে আত্মতৃপ্ত হওয়ার কোনো কারণ নেই। যে সংগ্রাম চলছে তা কেবল নির্বাচনে জয়ী হওয়ার জন্য নয়। এ সংগ্রাম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অস্তিত্ব রক্ষার সংগ্রাম।বিএনপির আন্দোলন সফল হয়নি সরকার দলের নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপির মুখপাত্র বলেন, আন্দোলন শতভাগ সফল হয়েছে। আন্দোলন সফল হওয়ার কারণেই ৫ জানুয়ারির নির্বাচনে ৫ শতাংশ মানুষও ভোট দেয়নি। এতে প্রমাণ হয়েছে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তিনি জনগণের চোখের ভাষা বুঝে দ্রুত নতুন করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-নোমান, সেলিমা রহমান, প্রয়াত ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুহিন ফারহানা প্রমুখ।
উৎস- যুগান্তর