শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঈদের চতুর্থ দিন আসছে শর্টফিল্ম “আমার ভিতরে আমি” 

তৌহিদ মাহমুদ ঃ রানা প্লাজা দুর্ঘটনায় মারা যায় রাফিনের বাবা ও মা।এরপর থেকে রাফিন এতিম।রাফিনের জীবনের নানা দিক তুলে ধরে নাট্য রচয়িতা আহসানুল হাবিব সোহাগ নির্মান করেছেন আমার ভিতরে আমি।শর্টফিল্মটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন আয়নাবাজি, রবি বিজ্ঞাপণ,আদর্শ লিপি সহ অসংখ্য নাটকে অভিনয় করা শিশু অভিনেতা শরিফুল ইসলাম।আগামীকাল সন্ধ্যা ০৭:৩০ মিনিটে ইউটিউব চ্যানেল সিস মিডিয়া তে শর্টফিল্মটি প্রচারিত হওয়ার কথা রয়েছে।নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয়ে ছিলেন প্রবীন অভিনেতা গোলাম সারোয়ার ওরফে হক চাচা,শামীমা আফরোজ,মুজিবুল হক মনি,প্রশ্ন খান,সমুদ্র সহ আরো অনেকে।শর্টফিল্মটির পরিচালনা করেছেন সূর্য আহমেদ।

শর্টফিল্মটি প্রসঙ্গে আহসান হাবিব বলেন, এটি আমার জীবনের লেখা ব্যতিক্রম ধর্মী একটি গল্প।রানা প্লাজা দুর্ঘটনা বাবা-মা হারানোর একটি ছেলের জীবনের গল্প নিয়ে লেখা।আশাকরি দর্শক শর্টফিল্মটাকে খুব ভালো ভাবে নিবে।