শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ইয়ুথ ফেস্ট উপলক্ষে রাজনীতির মুক্তমঞ্চের সংবর্ধনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
যৌবনদীপ্ত তরুণ সমাজ হচ্ছে তারুণ্যের অহংকার তরুণ প্রজন্ম আমাদের দেশের সম্পদ। যৌবনদীপ্ত তরুণ সমাজ হচ্ছে তারুণ্যের অহংকার। তারা যদি এগিয়ে না আসে তাহলে দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। গত ২৯ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪.০০ টায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ‘ইয়ুথ ফেস্ট ২০১৮’ উপলক্ষে ‘রাজনীতির মুক্তমঞ্চ’র সংবর্ধনা সভায় প্রধান অতিথি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. ইসমাইল খান একথাগুলো বলেন। সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার ড. মনজুর-উল আমীন চৌধুরী এর সভাপতিত্বে এবং ‘রাজনীতির মুক্তমঞ্চ’র প্রথান সমন্বয়ক কল্যাণ চক্রবর্তী’র সঞ্চলনায় এতে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বিশেষ অতিথি ছিলেন পোর্ট সিটি ইউনিভার্সিটির বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জি. মফজল আহমদ, সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান বাবুল, সাংবাদিক বেলায়েত হোসেন, মোহনা টিভির ডিভিশনাল ডেপুটি চীফ আলী আহমেদ শাহিন, সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক এড. জিনাত সোহানা চৌধুরী, আওয়ামীলীগ নেতা দিদারুল আলম
অনুষ্ঠানে প্রধান বক্তা চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ বলেন, তরুণ প্রজন্ম আমাদের দেশের সম্পদ। তাদের সম্ভাবনাকে ইতিবাচক পরিবর্তনের কাজে লাগাতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজীব দাশ, সিপ্লাস টিভির চীফ রিপোর্টার খোরশেদুল আলম শামীম, ডা. অঞ্জন কুমার দাশ, ডা. বিশ্বনাথ দে, ইউএসও চেয়ারম্যান বেলায়েত হোসেন, এড. রামপদ কায়স্থগীর, আওয়ামীলীগ নেতা শহীদুল ইসলাম বাবু, মোস্তারী মোরশেদ স্মৃতি। আরও বক্তব্য রাখেন সবুজ ইশ্কুল এর অধ্যক্ষ ডা. দুলাল কান্তি দাশ, সেতু বড়ুয়া, কাঞ্চন আচার্য্য, রিমন মুহুরী, মো. মনির হোসেন, পম্পী দাশ, আবদুল মজিদ ফয়সাল। অনুষ্ঠানের স্পন্সর প্রতিষ্ঠান স্পীকারস কাউন্সিলের সহযোগীতায় চট্টগ্রাম বিভাগের ৫০ জন তরুণ-তরুণীকে সৃষ্টিশীল প্রতিভার জন্য স্মারক প্রদান করা হয়।