শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ইছাখালীতে সম্পত্তি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ : মহিলা সহ আহত ৩


নিজস্ব সংবাদদাতা :: মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এক মহিলা সহ তিন জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (৩ আগষ্ট) সকাল ৮ টায় উপজেলার ইছাখালী ইউনিয়নের সাহেবদিনগর গ্রামের ছৈয়দুল হক উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে এই ঘটনা ঘটে। উক্ত হামলার ঘটনায় আহতরা হলেন ইছাখালী ইউনিয়নের সাহেবদিনগর গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী হাসনে আরা বেগম (৫৫) ও তার দুই ছেলে মো. জিয়া উদ্দিন (২৬) ও নিজাম উদ্দিন (৩৫)। আহতদের মধ্যে হাসনে আরা বেগমের মাথার আঘাত গুরুতর হওয়ায় তিনি উপজেলার বারইয়ারহাটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে প্রতিপক্ষের হামলায় আহত জিয়া উদ্দিন বলেন, সোমবার সকালে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আমার জ্যাঠাতো ভাই মামুন (৩৫), সুমন (৩২), হুমায়ুন কবির (৪২) ও স্বপন কবির আমার মা, বড় ভাই ও আমার উপর হত্যার উদ্দেশ্যে অর্তকিতে দা ছুরি নিয়ে হামলা চালায়। এসময় তারা আমার মায়ের মাথা দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে। এই ঘটনায় আমি জোরারগঞ্জ থানায় একটি মামলা করেছি।
অপর পক্ষের মো. সুমন বলেন, জিয়া উদ্দিনদের সাথে আমাদের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এই ঘটনায় আমরাও জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এই ব্যাপারে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজ উদ্দিন বলেন, ইছাখালী ইউনিয়নের সাহেবদিনগর গ্রামে মারামারির ঘটনায় মো. জিয়া উদ্দিন নামের এক ব্যক্তি জোরারগঞ্জ থানায় একটি মামলা করেছে। উক্ত ঘটনায় অপর পক্ষও থানায় একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। উক্ত বিষয়ে ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল মোস্তফা বলেন, আমি যতটুকু জানি সাহেবদিনগর গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উক্ত সংঘর্ষে এক মহিলা গুরুতর আহত হয়েছে বলে জেনেছি এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। উভয়পক্ষ বিষয়টি নিয়ে আমাদের কাছে মিমাংসার জন্য আসলে আমরা বিষয়টি মিমাংসার সর্বাত্মক চেষ্টা করবো।