শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলায় নিহত ২

nu

 

নীলফামারীর রামগঞ্জে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হামলা চালালে ২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আসাদুজ্জামান নূর অক্ষত থাকলেও তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করা হয়েছে। নিহতরা হলেন- কৃষকলীগ নেতা খোরশেদ আলী চৌধুরী ও বিএনপি নেতা সিদ্দিক গাজী। প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীচাপ কাঁচারী বাজার থেকে নীলফামারী শহরে ফেরার পথে রামগঞ্জ বাজারে জামায়াত শিবিরের নেতাকর্মীরা নূরের গাড়ি বহরে অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষে এসময় ১ জন কৃষক লীগ নেতা এ ১ জন বিএনপি নেতা নিহত ও অন্তত ২০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হামলার পর আসাদুজ্জামান নূর শহরের বাসায় গিয়েছেন।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আসাদুজ্জামান পলাশবাড়ি বাজার এবং হরতকিতলা, রামগঞ্জ বাজার এবং লক্ষ্মীচাপ কাচাঁরী বাজার পরিদর্শন শেষে লক্ষ্মীচাপ কাঁচারী উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দেন।
উৎস- যুগান্তর

Leave a Reply