শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

‘আশানীড় ক্লাব’ এর উদ্যোগে গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন

10256132_621345907950312_4593321036847195596_n

নিজেস্ব প্রতিবেদক : অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা একটি সময়ে এসে বিদ্যালয়ের আঙ্গিনা থেকে ঝরে যায় শুধুই অর্থভাবে।জ্ঞানহীন মানুষ সমাজের বোঝা,দেশের বোঝা।অথচ এরাই হয়ে উঠতে পারে দেশের অমূল্য সম্পদ।আর যেন কোন মেধাবী শিক্ষার্থী অর্থাভাবে ঝরে না যায় এই লক্ষ্যকে সামনে রেখে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের গরীব মেধাবী শিক্ষার্থদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বামনসুন্দরের আশানীড় ক্লাব। ক্লাবের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী প্রতিবছরই এসব গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন উক্ত সংগঠনের কর্মকর্তরা।অশানীড়  ক্লাব একটি অরাজনৈতিক ক্রিড়া ও সাংস্কৃতিক সংগঠন।বিভিন্ন প্রকার সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহন কওে থাকে ক্লাবটি।ক্লাবটির সভাপতি বলেন- যদিও চাহিদার তুলনায় আমাদের সামর্থ্য ও সরবরাহ খুবই সামান্য, তবুও আমাদের এই প্রচেষ্টা যদি একজন বিত্তশালীকেও উৎসাহিত করে এদের পাশে এসে দাঁড়াতে, তাতেই মূল লক্ষ্যের কাছাকাছি পৌছানো সম্ভব। ১৯ মে শনিবার মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ পায় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাবেয়া আক্তার, ৯ম শ্রেণীর শিক্ষার্থী জামশেদ আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন হোসাইন সবুজ, দিদারুল আলম প্রমুখ।মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের গরীব মেধাবী শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বেবী আক্তার,ও ৯ম শ্রেণীর সানজিদা আক্তারকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষিকা ফখরেজ্জাহান রিনা, বিলকিছ আক্তার, বামনসুন্দর আশানীড় ক্লাব’র সভাপতি মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য রায়হান, শাহাদাত প্রমুখ।প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন তার বক্তব্যে বলেন, গরীব মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে শিক্ষা সামগ্রী বিতরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মিলে একটু সাহায্যের হাত বাড়ালে গরীব শিক্ষার্থীরা উপকৃত হবে।