শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আল আইনে মীরসরাই ইয়ুথ ফোরামের লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত

আরব আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের নিয়ে আল আইনে ‌’ উন্নয়ন ভাবনায় মিরসরাই’ শীর্ষক ব্যানারে লিডারশিপ কর্মশালা করেছে মীরসরাই ইয়ুথ ফোরাম ইউএই। সংগঠনের ভবিষ্যৎ কর্মকান্ড সম্পর্কে অবগত করার পাশাপাশি প্রত্যেক সদস্যের শতভাগ নেতৃত্বগুণ তৈরির উদ্দেশ্যে নিয়মিত আয়োজন লিডারশিপ কর্মশলার দ্বিতীয় পর্ব ছিল এটি। শুক্রবার ( ২৪ নভেম্বর) আল আইনের স্থানীয় একটি হোটেলে আয়োজিত কর্মশলায় সহ সভাপতি লিটন খানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আরশাদ নুর।
সভাপতি তার বক্তব্যে ইয়ুথ ফোরামের সূচনালগ্ন থেকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যন্ত সার্বিক দিক নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, পরবাসের মাটিতে ইয়ুথ ফোরামই একমাত্র সংগঠন যেটি নিজেদের ফোকাস করার চেয়ে স্বীয় অঞ্চলের উন্নয়ন ভাবনা ভাবেন বেশি। অচিরেই যার ফলাফল পাবে মিরসরাইবাসী। প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে, আগামীতে অত্র অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূ

মিকা রাখতে সক্ষম হবে ইয়ুথ ফোরাম। তিনি আরো বলেন, ইয়ুথ ফোরামের প্রত্যেকেই তরুণ, আর তরুণরা চাইলে সহজেই উন্নয়নমুখী কর্মকাণ্ডে নিজেদের অবস্থান জানান দিতে সক্ষম।
কর্মশালায় টেলিকনফারেন্সে যোগ দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক কামরুল হাসান জনি। তিনি উপস্থিত সদস্যদের মধ্যে নেতৃত্বগুণ তৈরি ও সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে দিক নির্দেশনা দেন।
এসময় আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম, এমরান হক, আরিফ রহমান, সহ সভাপতি সালা উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল হালিম, অর্থ সম্পাদক রেজাউল করিম, সহ অর্থ সম্পাদক শামীম, সমাজ কল্যাণ সম্পাদক ফজলুল হক, সেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওয়াহিদ, সাংস্কৃতিক সম্পাদক শাহ পরান প্রমুখ।
বক্তারা বলেন, মিরসরাইয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষা খাতে কাজ করার বিকল্প নেই। বৃহত্তর ইকোনমি জোনে এই অঞ্চলের মানুষের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে হলে শিক্ষার বিকল্প নেই। তাই বিভিন্ন সংগঠনের সঙ্গে একযোগে শিক্ষাখাত নিয়ে কাজ করবে ইয়ুথ ফোরাম। বেকারত্ব দূরীকরণ ও তরুণদের অর্থিক স্বাবলম্বী হবার ব্যাপারেও অনুপ্রেরণা জোগাবে এ সংগঠন। পাশাপাশি ভিক্ষাবৃত্তি বন্ধ ও মাদকের বিরুদ্ধে কাজ করতে সক্রিয় ভূমিকা পালন করবে এটি। ছোটবড় এসব কাজগুলো করতে সকলের আন্তরিকতা ও সহযোগিতাপূর্ণ মনভাবই আশার আলো জ্বালাবে।
কর্মশালায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হুমায়ুন, মেজবা তুষার, রুবেল, সায়েদ রাসেল, মোহাম্মদ হোসেন, নুর আলম, আশরাফ, আবু বক্কর, মাশুক, সোহেল, নাজমুল, শামীম ও শাহজান। কর্মশালা শেষে ৯ জন নতুন সদস্য সংগঠনে আন্তর্ভূক্ত হন।