বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আলোচনা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত

raushan_81845
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘নির্বাচন ও বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও ঘটনার মধ্যে সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন সময় এসেছে। আলোচনার মাধ্যমে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হবে।রবিবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।রওশন এরশাদ আরও বলেন, আসছে বাজেট অধিবেশনে যেহেতু সবাই এক হবো, তখন পার্টির সবাই বসে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। আর তখনই তা জানিয়ে দেওয়া হবে।বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেতা সালাহ উদিনকে পাওয়া গেছে, এজন্য লাখ লাখ শুকরিয়া আদায় করছি। উনি দেশে ফিরলে সব তথ্য মিলবে, তাকে অপহরণ করা হয়েছিল নাকি তিনি স্বেচ্ছায় সেখানে (ভারতের মেঘালয়) গিয়েছেন?সংবাদমাধ্যমের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এরশাদ ও আমার মধ্যে বিরোধ চলছে- গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের খবর অসত্য। তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই।’সিটি নির্বাচন প্রসঙ্গে রওশন এরশাদ বলেন, ‘নির্বাচনে যারা হারে তারা বলে সুষ্ঠু হয়নি, আর যারা জেতে তারা বলে সুষ্ঠু হয়েছে। তবে কোনো খুনা-খুনি হয়নি, তাহলে তো নির্বাচন সুষ্ঠুই হয়েছে।’এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিরোধী দলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা প্রমুখ।