মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আলোচনার জন্য হাসিনা ও খালেদাকে ছয় কংগ্রেস সদস্যের চিঠি

US Flag

অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে অবিলম্বে সংলাপে বাসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রে ছয় কংগ্রেস সদস্য। বাংলাদেশে নির্বাচনকালীন সরকার প্রশ্নে রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়ার প্রেক্ষাপটে শনিবার তারা এই চিঠি পাঠান।চিঠি পাঠানো কংগ্রেস সদস্যরা হলেন ইলিয়ট এল ইঙ্গেল, অ্যাডওয়ার্ড আর রয়েজ, স্টিভ চ্যাবট, যোশেফ ক্রাউলি, জর্জ হোল্ডিং ও গ্রেস মেং।প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে তারা বলেন, ‘আসন্ন নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত তা তা নিশ্চিত করার জন্য অবিলম্বে সরাসরি আলোচনা শুরুর জন্য আপনার প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি।’আওয়ামী লীগের সাথে আলোচনার জন্য বিএনপি চেয়ারপারসনের কাছেও তারা প্রায় একই ভাষায় চিঠি দিয়েছেন।তারা বলেন, এই দল দুটি সরাসরি দ্রুত আলোচনায় না বসলে এবং সামনে এগানোর পদক্ষেপের ব্যাপারে সব পক্ষ একমত না হলে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে বলে আমরা মনে করি না। তারা বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পরস্পরের কাছে গ্রহণযোগ্য পন্থা উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন।
তারা সব ধরনের সহিংসতা বন্ধে নিজ নিজ ক্ষমতা প্রয়োগের জন্য সম্ভব সবকিছু করার জন্যও তাদের প্রতি আহ্বান জানান।তারা বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাসযোগ্যভাবে নির্বাচিত বাংলাদেশ সরকারের সাথে কাজ করবে। যে দলই নির্বাচনে হারুক না কেন, ভবিষ্যতের সরকার যাতে তাদের ওপর কোনো প্রতিহিংসামূলক আচরণ না করে আমারা সে আহ্বান জানাচ্ছি।’

Leave a Reply