শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আরশিনগর ফিউচার পার্ক : সম্ভাবনাময় বিনোদন কেন্দ্র


নিজস্ব প্রতিবেদক : ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় বিএসআরএম নিকটস্থ স্থানে গড়ে উঠা নান্দনিক দর্শনীয় স্থান হয়ে উঠেছে আরশিনগর ফিউচার পার্ক। দীর্ঘ কয়েক বছর ধরে চলছিল এর অবকাঠামোগত কাজ। অবশেষে সম্প্রতি এর সর্বশেষ সমৃদ্ধতা বেশ মনহরণকারী দৃষ্টিনন্দিত রুপ লাভ করছে দিনে দিনে। পার্কের প্রতিষ্ঠাতা নাছির উদ্দিন দিদার কয়েক বছর আগে ও বলেছিল এই পার্ক ইউরোপের অনেক পার্ককে হার মানাবে। তখন মনে হয়েছিল ফাঁকা বুলি হয়তো ! এমন গ্রামে কি এমনটা সম্ভব ! কিন্তু অসম্ভবকে সম্ভব করে তুলেছেন নাছির উদ্দিন দিদার। পৃথিবী থেকে বিলুপ্ত ডায়নোশর, শিশুদের আনন্দের খোরাক জিরাফ, হাতি, ঘোড়া, ডানা কাটা পরি, অজগর, মটু পাতলু দলের ষ্ট্রাচু, বৈচিত্রময় সবুজের সমারোহ। তরুণ তরুনীদের প্রিয় বেশ কয়েকটি লাভ পয়েন্ট, গেম জোন, ফিশিং জোন, কর্টেজ, অনুষ্ঠানের জন্য মুক্ত মঞ্চ, দেশী বিদেশী খাবারের জন্য ফুড জোন, ওয়াচ টাওয়ার, প্রবীনদের হাটাহাটির ও বিশ্রাম জোন, শপিং কর্ণার সহ নানান আয়োজন সত্যিই অনন্য সমৃদ্ধতার সমাহার। আবার লেকে রাইডিং এর আয়োজন, ফিশিং জোন সহ গভীর বনের প্রস্তুতি কার্যক্রম চললে একই পার্ক বেষ্টিত। পার্কের ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যে সুদক্ষ পুরুষ ও মহিলা টিম দর্শনার্থির নির্দেশনা ও সহযোগিতার জন্য প্রস্তুত। সব মিলিয়ে পারিবারিক বিনোদনের অনুথরীয় স্থান করোনাকাল পার হলেই একটি নান্দনিক দর্শনীয় স্থান হিসেবে মন কাড়বে সকলেরই এমনই প্রত্যাশা দর্শনার্থী সকলের।