বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আমি গর্বিত :: মা হ বু ব প লা শ

আমি গর্বিত
সেই বীর সেনানীর সন্তান বলে।
যিনি এই বাংলার বীর স্থপতি
এমন সূর্যসন্তানদের দেশে জন্মগ্রহন করে।
আমি গর্বিত আমার জাতির পিতা ছিলেন
একজন আপোষহীন মুক্তিকামি দেশপ্রেমিক বীর।
আমি গর্বিত এমন দরাজ কন্ঠের
সেই কবির দেশে আমার জন্ম,
যাঁর কন্ঠের সেই অমৃত বাণী
‘‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’’
আজো প্রেরণা জোগায় লক্ষ কোটি প্রাণে।
আমি গর্বিত সেই মহানায়কের জন্যে
যাঁর ডাকে সাড়া দিয়ে আমার প্রয়াত পিতা ও
রাইফেল কাঁধে তুলে নিয়েছিলেন সেদিন।
সেই পিতার যুদ্ধের গল্প শুনে একসময় হতাম শিহরিত।
আমি ধন্য সেই বীর মুক্তিযোদ্ধা পিতার
গর্বিত সন্তান হয়ে ।
আমি ধন্য সেই জাতির পিতার দেশে জন্মগ্রহন করে ।
ঘাতকরা সেদিন বুলেটের আঘাতে
এতোটা বিক্ষত করার পর ও
আমার প্রিয় বঙ্গবন্ধু সেদিন
উপুড় হয়ে মৃত্যুবরণ করেননি।
বীরের মতো চিৎকার করে বীরদর্পে
আকাশের পানে বুক রেখে
শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন।
প্রাণের সবটুকুন শ্রদ্ধা হে পিতা
তোমার পূর্ণ স্মৃতির মহান আত্মার প্রতি।
কিবা আর দিতে পারি
তোমার আত্মার ভালথাকার প্রার্থনাটুকুন
একফোটা সকৃতজ্ঞ অশ্রু ব্যতিরেকে।
নিরন্তর বিনম্র শ্রদ্ধা হে পিতা।