শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আন্দোলন দুর্বল করতে অপপ্রচার চালাচ্ছে সরকার: ফখরুল

4.

আন্দোলনকে দুর্বল করতে সরকার ও তাদের এজেন্টরা নানা অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বর্তমান সরকারকে অনৈতিক ও বেআইনি বলে দাবি করে বিএনপির মুখপাত্র এ মন্তব্য করেন।বিবৃতিতে ফখরুল বলেন, গণবিরোধী আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসার হীন উদ্দেশ্য প্রহসনের একতরফা নির্বাচনকে প্রতিহত করার জন্য বাংলাদেশের গণতন্ত্রকামী বীর জনগণ যখন রাস্তায় নেমে এসে দুর্বার গণআন্দোলন গড়ে তুলেছে তখন সরকার এবং সরকারের এজেন্টগণ সেই আন্দোলনকে বিপথগামী ও বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে। সরকার প্রতি মুহূর্তে দুর্বল হচ্ছে বলেই তাদের এজেন্টরা এসব বানোয়াট গুজবের আশ্রয় নিচ্ছে।মির্জা ফখরুল বলেন, সরকারের মন্ত্রীদের কেউ কেউ বলছেন, পর্দার অন্তরালে সংলাপ চলছে, আমি স্পষ্টভাবে বলতে চাই, এই অনৈতিক বেআইনি সরকার কোনো সমঝোতা চায় না এবং সমঝোতার বিষয়ে তাদের কোনো আন্তরিকতা নেই। জনগণকে বিভ্রান্ত করবার জন্যই তারা এই তথাকথিত সংলাপের কথা বলছে, যা সম্পূর্ণ ভিত্তহীন। একই কারণে তাদের এজেন্টরা মিডিয়া ও স্যোশাল মিডিয়ায় ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি।
উৎস-যুগান্তর

Leave a Reply