বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আজাদীর সহসম্পাদক রেজাউল করিমের পিতা মুক্তিযাদ্ধা শফিউল আলম আর নেই

নিজস্ব প্রতিনিধি :: মুক্তযিুদ্ধরে অন্যতম সংগঠক, মীরসরাই নবিাসী, দোলার প্রসেরে স্বত্ত্বাধকিারী মো. শফউিল (৯০) আলম ৩ নভম্বের রবিবার বকিলে ৫টায় নগরীর একটি ক্লনিকিে ইন্তকোল করছেনে (ইন্নালল্লিাহ…… রাজেউন)। তনিি ৫ পুত্র, ৩ কন্যাসহ অনকে গুণগ্রাহী রখেে যান। নগরীর মিসকিন শাহ (র.) মাজার প্রাংগনে বাদে এশা জানাযার পর তাকে মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। উল্লখ্যে, মরহুম শফউিল আলম বাংলাদশেরে স্বাধকিার সংগ্রামরে ওতোপ্রোতোভাবে জড়তি ছলিনে। পাকস্তিান আমলে ন্যাপরে (মোজাফফর) কন্দ্রেীয় নতো ছলিনে। র্দীঘদনি বাম রাজনীতরি সাথে সংযুক্ত ছলিনে। মুক্তিযুদ্ধ চলাকালে দেওয়ান বাজার দেওয়ানজী পুকুর লইেনস্থ দোলার প্রসেে স্বাধীনতা বরিোধীরা দুইবার আগুন লাগিয়ে দয়ে স্বাধীন দেশের পতাকা ছাপানো ও সরবরাহের অপরাধে ৭০ এ নবিাচনে আওয়ামী লীগরে রাজনীতরি সংযুক্ত হন। সামরিক শাসক জনোরলে জয়িার আমলে কারাভোগ করনে। মরহুম শফউিল আলম আজাদীর সহসম্পাদক রেজাউল করিমের পিতা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মীরসরাই প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন।