বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আগ্নেয়গিরি এবং ফিনিক্স – বিদিশা

34-600x445

একজীবনে মানুষ কত কিছু দেখতে পারে
সমুদ্র,পাহাড়,নদী,অরণ্যানী আর ?
আর আগ্নেয়গিরি, জ্বলন্তমুখ আগ্নেয়গিরি।
বিস্ফোরণ, লাভা উদগীরন,বিষাক্ত বাষ্প !
নিঃশ্বাস আটকে আসা,জ্বালা পোড়া মন,
পরিনতিতে পড়ে থাকে মুঠো মুঠো ছাই !
পম্পেই নগরীর মত ধ্বংস হয়ে যায় সব।
সত্যিই কি ধ্বংস হয়ে যায় বাঁচবার আকুতি ?
নাকি ফিনিক্স পাখির মত বাঁচার ইচ্ছে আবার বেঁচে ওঠে বাঁচবার ইচ্ছেয় !
এক সহস্র জীবনেও মানুষ দেখতে পারে
আগ্নেয়গিরি আর আগ্নেয়গিরি !
আর মানুষ, মানুষ এবং মানুষ !
মানুষের কাছে ছাড়া আগ্নেয়গিরি আর কোথায় দেখতে পাবে মানুষ ??