শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ দল

image_180209.brisbane

 

বাংলাদেশ ক্রিকেট দল ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে অস্ট্রেলিয়া ব্রিসবেনে পৌঁছেছে। গত শনিবার রাত ৯টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৫ ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেয় মাশরাফির দল। পথিমধ্যে দুবাই এয়ারপোর্টে যাত্রাবিরতি পায় বাংলাদেশ দল। সবমিলে মোট ২৮ ঘন্টার লম্বা জার্নি শেষে রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় ব্রিসবেন পৌঁছে মাশরাফি-মুশফিকরা।
বিশ্বকাপে পঞ্চমবারের মতো অংশ নিতে বাংলাদেশ ব্রিসবেনে দুই সপ্তাহের ক্যাম্পে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবেন।এর মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার সাথে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১ ও ৩ ফেব্রুয়ারি অ্যালান বোর্ডার ওভালে। এছাড়াও ৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে অফিশিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশ মুখোমুখি হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ডের এর সাথে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে।