শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অশ্রুসিক্ত নয়নে ৪৫ শিক্ষার্থীকে স্বরণ করলো মীরসরাইবাসী

এম.ইমাম হোসেন ঃ  কালের আবর্তে হারিয়ে গেছে অনেক স্মৃতি অনেকের হৃদয় থেকে। কিন্তু হারিয়ে যায় নি সেই মীরসরাই ট্রাজেডির সেই বেদনাময় দুঃসহ স্মৃতি। ২০১১ সালে ১১ জুলাই ট্রাক উল্টে খাদে পড়ে চিরবিদায় ঘটে ৪৫ টি তাজা প্রাণের। পঁয়তাল্লিশটি প্রাণের বিনিময়ে রচিত সেই মীরসরাই ট্র্যাজেডি। ২০১১ সালের ১১ জুলাই চট্রগ্রামের মীরসরাইয়ে এক দূর্ঘটনায় অনেক পিতা-মাতার কাধেঁ উঠেছিল আদরের সন্তানের লাশ।


২০১১ সালের ১১ জুলাই সেই মীরসরাই ট্র্যজেডি ৬ বছর পূতি উপলক্ষে গতকাল মঙ্গলবার ( ১১ জুলাই) আবুতোরাব উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসুচি পালন করা হয় । ১৩ নং মায়ানী ইউনিয়নের আওয়ালীগের সাধারন সম্পাদক গোলাম সরোয়ার এর সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো আজম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ এর ভি সি প্রফেসর ড. ঈসমাঈন খান, বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক, ১৩নং চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, ১২ নং চেয়ারম্যান জাহেদুল করিব চৌ, ১১ নং চেয়ারম্যন জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, প্রমুখ। সকাল থেকে দুপুর পর্যন্ত পালিত কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮টায় ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বনে বিশেষ দোয়া ও প্রার্থনা, সকাল ৯টায় কালো ব্যাজ ধারন, সকাল ১০টায় শোক র‌্যালী, ১০.৩০ আবেগ থেকে অন্তিমে গিয়ে পুস্পস্তবক অর্পন, সকাল ১১টা থেকে স্মৃতিচারন ও আলোচনা সভা। দুপুর ১২টায় জেয়াফত।