বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অভিমানের শেষ চিঠি : পারভীন লিয়া

সুন্দর কোমল মনে আর কতটা
কষ্ট ব্যাথা ঢেলে দিবে নিঃশব্দে?
অন্তর গভীরে তোমাকে পাওয়ার
প্রলোভনে স্তম্ভীত হৃদয় আজ স্তব্ধ হয়
বুঝি নির্বাক অভিমানে।

বার বার গোপন স্বপ্নের প্রাচীর
ভাঙ্গী,গড়ি,জীবন আলোরনে সক্ষম–
সময়েও ঠিক করতে পারেনি কিছুই
ঠিক করতে পারেনি পঙ্গু পায়ের ক্ষত।

সন্যাসিনী সাজে গভীর রাতেও
তোমার অপেক্ষায় পথ চেয়ে থাকি,
জনহীন নিরব নেশায় নিজেকে
লুকিয়ে রাখি কোন ব্যাথার ঘরে।
বেচেঁ আছি আপনদের কে ভালো
রাখার ক্ষোধায় সেখানে তুমিও আছো।

প্রেমময়, স্নেহময়, ভালো থাকার লোভে
ছুটিনি কখনোই স্বার্থের পথে,
আজ বিচলিত চিন্তাশীল চোখে–
চারিদিকে দেখি সার্থপর মানুষের নিঃশ্বাস।

ক্ষুধিত অক্ষরে লিখে রাখি প্রণয়ের বর্ণমালা।
মনে রেখো, অভোক্ত, হিংসুকের নির্লজ্জ, শ্বার্থপর,
মানবতাহীন, পরচর্চায় মেতে থাকে যারা
কিছুতেই আমি তাদের দলে নই।