শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অবসান হোক কালরা‌ত্রির : আফরোজা মুক্তা

কখন হ‌বে এই কালরা‌ত্রির অবসান ?
কখন দেখ‌বো রোদ ঝলমল খোলা আকাশ?
ডা‌নে বাঁ‌য়ে এ‌তো এ‌তো লাশের স্তু‌পে
আমার জানালায় উঁ‌কি দেয়া ছোট্ট চড়ুই
ভ‌য়ে জড়োসড়,ম্লান স্ব‌রে ডা‌কে,
আমার বারান্দার হাসনা‌হেনা
বিষন্ন হ‌য়ে জে‌গে থা‌কে।

শিশু‌দের কলহা‌স্যে মুখর হয় না উ‌ঠোন
আতং‌কিত নগরীর মুখ,
বদ‌লে দেয় সহজ জীবন যাপন।

ক‌তো‌দিন বন্ধু তোমার হ‌া‌ত ছুঁ‌য়ে
খুব কা‌ছে এ‌সে বলা হয়‌নি ভা‌লোবাসার গল্পগু‌লো
অদৃশ‌্য দূরত্ব রেখা থম‌কে দি‌য়ে‌ছে পূর্ণতা সময়।
কা‌নে কা‌নে কে যেন ব‌লে
এখন তোমার আমার গল্প থাক
এখন শুধু মানবতার আলো ছড়াক।

কো‌নো এক স্নিগ্ধ সকা‌লে
খব‌রের কাগ‌জের শি‌রোনাম হবে
“পৃ‌থিবী‌র জয় হ‌য়ে‌ছে অণুজী‌বের বিরু‌দ্ধে”
আবার আমাদের পৃ‌থিবীর হা‌সির শ‌ব্দে
থম‌কে দাঁড়া‌নো সময় প্রাণ ফি‌রে পা‌বে।
আমি বন্দী‌ত্বের মা‌ঝেও আমৃত‌্যু এই স্বপ্ন দে‌খে যা‌বো,
হোক না প্রতীক্ষার প্রহর দীর্ঘ থে‌কে দীর্ঘতর।