মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অপকা’র উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে ব্লাড গ্রুপিং

নিজস্ব সংবাদদাতা ॥ মীরসরাইয়ে অপকা’র(অর্গানাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট) উদ্যোগে আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ৩ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়েছে। সমাজসেবামূলক কর্মকান্ডের অংশ হিসেবে বুধবার (১২ ফেব্রুয়ারি) ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবছার উদ্দিনের সভাপতিত্বে এবং সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপিকা শামসুন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর। এসময় উপস্থিত ছিলেন অপকা’র প্রোগ্রাম ম্যানেজার আনোয়ার হোসেন চৌধুরী, প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম লিমন, স্বাস্থ্য কর্মকর্তা তানিয়া আক্তার, আজাদ হোসেন, প্রদীপ চন্দ্র শর্মা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলমগীর বলেন, মীরসরাইসহ দেশের বিভিন্ন স্থানে অপকা অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অপকার পথচলার শুরু থেকে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। আমাদের সমাজসেবামূলক কর্মকান্ডের অংশ হিসেবে আজকের ব্লাড গ্রুপিং কার্য্যক্রমের আয়োজন।