বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অনলাইন গ্রুপ মানবিক ধুমের উদ্যোগে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন

কামরুল ইসলাম : মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে না পারলে মানুষ হলাম কেন? এই স্লোগানের সাথে একাত্বতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন গ্রুপ খুলে কিছু মানবিক মানুষের প্রচেষ্টায় করোনা কালীন মহামারিতে দুস্থ, অসহায়, দিনমজুরের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি এবং রমজান মাসের ইফতার সামগ্রী বিতরন করা হয়।
মীরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়নে ২য় দফয় একশত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং ইফতার সামগ্রী বিতরন করে অনলাইন গ্রুপ মানবিক ধুম। গত ৩ই মে, সোমবার ভোরে অসহায় দের দুৃয়ারে দুয়ারে এসব সামগ্রী নিয়ে যায় মানবিক ধুমের সদস্যরা। এর আগে প্রায় একশত ত্রিশ পরিবারকে সহযোগিতা করেছিল এই অনলাইন সংগঠন। সংগঠনের সদস্যরা জানান, তাদের এই কার্যক্রম সামনেও অব্যাহত থাকবে।সম্পূর্ণ গোপন রাখা হচ্ছে দাতা এবং গ্রহীতার পরিচয়। এতে করে ধুমবাসীর মধ্যবিত্তরাও তাদের উপহার গ্রহন করতে পারছে এবং দাতারা ও গোপনে দান করে মনের আত্মতৃপ্তি পাচ্ছে বলে জানান সংগঠনের সদস্যরা।