মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অদম্য সেরা হাফেজ অন্বেষণ’ প্রতিযোগিতা সেরা মোহাম্মদ মুসলিম উদ্দিন

 

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অদম্য-২০০৫’র উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ‘অদম্য সেরা হাফেজ অন্বেষণ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪জুন) প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ১০জন প্রতিযোগী অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় উপজেলার দারুল উলুম মাদ্রাসার কুরআনে হাফেজ মোহাম্মদ মুসলিম উদ্দিন ১ম স্থান অর্জন করে, বারইয়ারহাটের দারুল উলূম ইসলামী মাদ্রাসা আজিম উদ্দিন ২য় স্থান এবং বড়তাকিয়া যায়েদিয়া হাফেজ ও এতিমখানা মাদ্রাসার শেখ নাফিউল আতিক তৃতীয় স্থান অর্জন করেন। বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা শাহজালাল, হাফেজ মাওলানা লোকমান হাকিম।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই ইকোনমিক জোন-১ এর এমডি ও নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরসরাই চেয়ারম্যান সমিতির চেয়ারম্যান ও ৭ নং কাটাছড়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব রেজাউল করিম হুমায়ুন চৌধুরী, ১০নং মিঠানালা ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল আলম, ৬নং ইছাখালী ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা, কাটাছরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল বশর, মাজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সোহেল চৌধুরী, বামনসুন্দর আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম চৌধুরী, শান্তিনীড়ের সভাপতি আশরাফ উদ্দিন, সহ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অদম্য-২০০৫ সভাপতি এনামুল হক, যুগ্ম সম্পাদক হাসান আরিফ, সাধারণ সম্পাদক নিয়াজ মুহাম্মদ সাজিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন, অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন লিটন, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুম, সহ-অর্থ সম্পাদক তানিন, সদস্য নিশান, রুমন, অদম্য ২০০৫ সকল সদস্য বৃন্দ সহ প্রমুখ।

পরে প্রতিযোগীদের মাঝে প্রাইজ মানি, ক্রেস ও সার্টিফিকেট প্রদান করা হয়।