Sunday, August 18Welcome khabarica24 Online

৩ জুন মীরসরাই এসোসিয়েশনের ইফতার মাহফিল সফল করুন : কামরুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিনিধি:: চট্টগ্রাস্থ মীরসরাই এসোসিয়েশনের ইফতার মাহফিল আগামী ৩ জুন। অনুষ্ঠিতব্য ইফতার মাহফিল নিয়ে প্রস্তুতি সভা সংগঠনের নিজস্ব কার্যালয়ে সোমবার (২৮ মে) অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন ইফতার মাহফিলের আহবায়ক কক্সবাজার বিভাগীয় কাষ্টমস কমিশনার মোঃ কামরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লায়ন তাহের আহম্মদ, সহসভাপতি কালু কুমার দে, সাধারণ সম্পাদক আবুল হাশেম, যুগ্ম সম্পাদক ছাবের আহম্মদ, মোঃ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এসএম আবুল হোসেন, অর্থ সম্পাদক এডভোকেট এমরান উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক তৌহিদ-উদ-দৌজা, দপ্তর সম্পাদক ইকবাল বাহার প্রমুখ। উক্ত ইফতার মাহফিল সুষ্ঠভাবে সুসম্পন্ন করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরী।