‘আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হবে।’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এ কথা জানালেন।বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।হানিফ বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় মঙ্গলবার রাতে কার্যকর করার কথা ছিল। কিন্তু আসামি পক্ষের আপিলের কারণে সেই রায় আবার স্থগিত হয়ে যায়। সর্বোচ্চ আদালতে দুই দিনের পূর্ণাঙ্গ বেঞ্চে দীর্ঘ শুনানির পর আসামি পক্ষের আপিল খারিজ করে দিয়েছে আদালত। এতেই প্রমাণ হয় আওয়ামী লীগ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে।’তিনি আরো বলেন, ‘তাই এখন আর তার ফাঁসির রায় কার্যকর করার ক্ষেত্রে কোনো বাধা থাকল না। আশা করি আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এই রায় কার্যকর হবে। ১৪ ডিসেম্বরে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবার ও স্বজনরা বিজয় উল্লাসের মধ্য দিয়ে এই দিনটি পালন করতে পারবে।’
১৪ ডিসেম্বরের মধ্যে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হবে:হানিফ
Warning: Trying to access array offset on value of type bool in /home/khabarica24/public_html/wp-content/themes/taslimnews/inc/template-tags.php on line 163