মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সুপ্রিমকোর্টে তাণ্ডবের তদন্ত হওয়া দরকার: অ্যাটর্নি জেনারেল

haicort awamiliger hamla

মার্চ ফর ডেমোক্রেসি ঘিরে রবি ও সোমবার সুপ্রিমকোর্টে ঘটে যাওয়া তাণ্ডবের তদন্ত হওয়া দরকার বলে মনে করেন প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।তিনি বলেন, ঘটনার দিন বাইরে থেকে যারা এসেছিল, তারা আসলে কারা, তারা বাহিরাগত কিনা, একই সঙ্গে সেদিন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে, তারা আসতে পারল এবং ভেতর থেকে কি করা হয়েছিল সবই তদন্ত হওয়া দরকার।’মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
উল্লেখ্য, রবিবার মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যেতে চাইলে সুপ্রিমকোর্টের গেটে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের থামিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। পুলিশ তাদের ওপর রঙিন পানি নিক্ষেপ করে নিবৃত্ত করার চেষ্টা করে। একই কাণ্ড পরের দিন সোমবার করে ক্ষমতাসীনরা।রাজনৈতিক স্বার্থে দেশের সর্বোচ্চ আদালতের এসব ঘটনাকে অ্যাটর্নি জেনারেল ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ২৯ ডিসেম্বর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। বাইরে থেকে এসে কেউ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করবে, তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।মাহবুবে আলম বলেন, আইনজীবীরা রাজনীতি করতে পারেন, এটা তার নিজস্ব ব্যাপার। কিন্তু রাজনীতির বিষয় নিয়ে আদালতে রাজনীতি করা উচিত নয়।তিনি বলেন, আদালত অঙ্গণটি একটি পবিত্র অঙ্গণ হিসিবে পরিচিত। এই অঙ্গণকে রাজনীতির সঙ্গে যুক্ত করা উচিন নয়। এখানে বাইরের লোক নিয়ে আসা এবং ইট-পাটকেল ছোড়াছুড়ি করা কোনোভাবেই কাম্য নয়।মূল ফটকের তালা খুলে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা সুপ্রিমকোর্টের অংশ। এর দায়িত্ব বিচারপতিদের। আশা করি বিচারপতিরা এ বিষয়ে পদক্ষেপ নিবেন।
উৎস- যুগান্তর

Leave a Reply