Tuesday, March 26Welcome khabarica24 Online

সমমনা সংঘের প্রাথমিক শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলার সেবা মূলক সংগঠন সমমনা সংঘ সমমনা প্রাথমিক শিক্ষা উন্নয়ন ডাঃ আহাম্মদ ছোবহান স্মৃতি বৃত্তি পরীক্ষা আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয় ও পোলমোগরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ২টি ভেন্যুতে প্রায় ৫০০ জন শিক্ষার্থীর অংশগ্রহনে এই শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা- ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। উক্ত শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষায় সমমনা সংঘের ব্যবস্থাপনায় গতকাল বুধবার (৬ নভেম্বর) এই শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহুল আমিন, মীরসরাই উপজেলা (প্যানেল-২) চেয়াম্যান ইয়াছমিন আক্তার কাকলী, সংগঠনে সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান শাহ আলম, সংগঠনের আহ্বায়ক মাঈন উদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম, সদস্য সচিব গোল মোহাম্মদ, পরিক্ষা নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান স্বপন, সহ পরিক্ষা নিয়ন্ত্রক ও সচিব সাইফুদ্দিন মীর শাহীন, সংঘঠনে সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম ইরান , নাসির উদ্দিন, মাহফুজুল হক, সরোয়ার হোসেন, নুরুল মোস্তাফা,সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন টুটুল,সাখাওয়াত হোসেন, সাবেক যুগ্ন সম্পাদক নুর উদ্দিন, সাবেক সদস্য ইকবাল হোসেন ও সাইফ উদ্দিন সহ প্রমুখ।