Sunday, August 18Welcome khabarica24 Online

সদ্য যোগদানকৃত ইউএনও সাইফুল কবিরের সাথে মীরসরাই প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিনিধি ॥ সদ্য যোগদানকৃত মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সাথে ৭ আগষ্ট বিকাল ৩টায় সৌজন্য সাক্ষাত করেন মীরসরাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর ও আজাদী পত্রিকার প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহাদাৎ হোসেন চৌধুরী, সহ-সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি রণজিত ধর, যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি রাজিব মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মোহাম্মদ ইউছুফ, প্রচার সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি এম নাছির উদ্দিন, প্রকাশনা সম্পাদক ও দৈনিক নয়াপয়গাম প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, সাহিত্য সম্পাদক ও দৈনিক জনতা প্রতিনিধি শরীফ উদ্দিন শিবলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি ইমাম হোসেন, পাক্ষিক খবরিকা প্রতিনিধি কামরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, সানোয়ারুল ইসলাম রনি, চলমান মিরসরাই প্রতিনিধি সৈয়দ আজমল প্রমুখ। সৌজন্যে সাক্ষাতকালে প্রেস ক্লাব নেতৃবৃন্দ নব যোগদানকারী ইউএনও সাইফুল কবিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উলে¬খ্য, সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির এর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায়।
তিনি বর্তমান কর্মস্থলে যোগদানের পূর্বে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর রিসার্চ কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন।