বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শ্রীলংকা সিরিজের প্রস্তুতি বিসিএলে

জাতীয় ক্রিকেট লীগ আয়োজনের প্রস্তুতি চলছিল। এরই মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) শুরু হবে। অবশ্য এর পেছনে বিসিবির যুক্তিগত কারণও রয়েছে। শ্রীলংকার বিপক্ষে সিরিজের আগে ক্রিকেটারদের প্রস্তুত করে নেয়া। সময় স্বল্পতার কারণে ডাবল লীগ থেকে টুর্নামেন্ট সংক্ষিপ্ত করে সিঙ্গেল লীগে হবে। আজ বিকেএসপির দুই ও তিন নম্বর মাঠে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চার দিনের ম্যাচের টুর্নামেন্ট বিসিএল। গতবছর প্রথম আসর থেকেই প্রথম শ্রেণীর মর্যাদা পেয়েছে এই টুর্নামেন্ট। বিকেএসপির দুই নম্বর মাঠে গতবারের চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চলের প্রতিপক্ষ ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। তিন নম্বর মাঠে মুখোমুখি হবে বিসিবি উত্তরাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। তবে এই টুর্নামেন্টের পারফরম্যান্সে শ্রীলংকা সিরিজে সুযোগ পাবেন কিনা এমন কয়েক জনের ভাগ্য নির্ভর করছে। ইনজুরি থেকে ফিরে টেস্ট খেলার জন্য মুখিয়ে আছেন মাশরাফি মুর্তজা। বিসিএলের চার দিনের ম্যাচে নিজেকে ফিট দেখাতে পারলে সুযোগ পেয়ে যাবেন শ্রীলংকার বিপক্ষে টেস্টে। মাশরাফি দক্ষিণাঞ্চলের ক্রিকেটার হলেও টুর্নামেন্টের ভারসাম্যতার কারণে পূর্বাঞ্চলের হয়ে খেলবেন। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে থাকলেও মূল একাদশে জায়গা হয়নি ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক মাহমুদউল্লাহর। এই টুর্নামেন্টে ভালো খেললে তার জায়গা হতে পারে শ্রীলংকার বিপক্ষে সিরিজে। মধ্যাঞ্চলের অধিনায়ক বলেন, ‘আমি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে থেকেও একাদশে সুযোগ পাইনি। এই টুর্নামেন্ট তাই আমার জন্য কাজে দেবে।’প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারছেন না সাকিব আল হাসান। বিগ ব্যাশে খেলতে তিনি এখন অস্ট্রেলিয়ায়। তবে ১৮ জানুয়ারি শুরু হওয়া দ্বিতীয় ম্যাচে খেলতে পারেন তিনি। কাল একাডেমি মাঠ, মিরপুর স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামে অনুশীলন করেছে চার দলই। একাডেমি মাঠে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টসঅ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে প্রীতি ম্যাচের কারণে গাদাগাদি করে অনুশীলন সারতে হয়েছে ক্রিকেটারদের। অনুশীলন শেষে মাশরাফি বলেন, ‘কিছুদিন ধরে আমার ম্যাচ অনুশীলন হচ্ছে না। কোনো ওয়ানডে ম্যাচও নেই যে, অনুশীলনের সুযোগ থাকবে। এই চিন্তা করেই নির্বাচকদের সঙ্গে কথা বলেছি’ বিসিএলে খেললে আমার অনুশীলনটা হত। চার দিনের ক্রিকেট খেললেও একটু লাভ হবে। নিজেকে বুঝতে পারব কি অবস্থায় আছি।’ টেস্টে দলে ফেরা নিয়ে তিনি বলেন, ‘যেহেতু চার দিনের ক্রিকেট, প্রথম ম্যাচটা খেলে বুঝতে পারব যে কেমন লাগছে। ধাপে ধাপে এগোলে তখন চিন্তা করা যাবে।’
উৎস- যুগান্তর

Leave a Reply