Warning: Trying to access array offset on value of type bool in /home/khabarica24/public_html/wp-content/themes/taslimnews/inc/template-tags.php on line 163
SHARE
আগামীকাল শুক্র পরেরদিন শনিবার অবরোধ স্থগিত করেছে ১৮ দল। তবে রবিবার থেকে লাগাতার এ কর্মসূচি অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার রাতে বিএনপির সহ-সভাপতি ড. ওসমান ফারুক অজ্ঞাত স্থান থেক পাঠানো এক ভিডিও বার্তায় জোটের পক্ষে এ কথা বলেন।