শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শপথ নিলেন দশম সংসদের এমপিরা

pirlamen_
দশম জাতীয় সংসদের নির্বাচিত এমপিরা শপথ নিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে এ শপথ পাঠ করান। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার কিছুক্ষণ পর প্রথমেই শপথ নেন আওয়ামী লীগ এমপিরা। এরপর পর্যায়ক্রমে জাতীয় পার্টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের সদস্যরা শপথ নেন।  তবে শপথ নিতে আসেননি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি গত ২৫দিন ধরে সিএমএইচ- এ রয়েছেন।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল।এর আগে বুধবার বিজয়ী সংসদ সদস্যদের ২৯০ জনের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে যশোর-১ ও যশোর-২ আসনের এমপিদের নাম গেজেট আকারে প্রকাশ করা হয়নি। ৩০০ আসনের মধ্যে আটটি আসনের ফলাফল স্থগিত আছে। বাকি ২৯২টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩১, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ছয়, জাসদ পাঁচ, জাতীয় পার্টি-জেপি এক, তরীকত ফেডারেশন ১, বিএনএফ ১ এবং স্বতন্ত্র ১৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রধান বিরোধী দল বিএনপিস জোটের ১৮টি দল ও অপরাপর দলগুলো নির্বাচন বর্জন করে। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের ২ (ক) অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
উৎস- যুগান্তর

Leave a Reply