বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

লাঠিপেটায় বাপ্পাসহ জাগরণ মঞ্চের ৩ জন আহত

Pakistan+Embassy

 

পাকিস্তান দূতাবাস অভিমুখী গণজাগরণ মঞ্চের মিছিলে পুলিশের লাঠিপেটায় মঞ্চের অন্যতম সংগঠক ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুসহ তিনজন আহত হয়েছেন।

ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত তিনজনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের বিরোধিতায় বাংলাদেশের বিষয়ে ‘নাক গলানোয়’ বুধবার বিকালে গুলশানে দেশটির দূতাবাস অভিমুখে মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। বিকাল ৩টার দিকে গুলশান-২ নম্বরে তাহের টাওয়ারের সামনে মিছিলটি আটকে দেয় পুলিশ। তখন পাশেই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ সময় তাদের ওপর পুলিশ লাঠিপেটা করলে বাপ্পাসহ তিন জন আহত হন বলে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক আশিক হোসেন।এরপর বিক্ষুব্ধরা পুলিশের বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যায়।বিকাল সাড়ে ৩টার দিকে আল-ফালাহ ব্যাংকের সামনে দ্বিতীয় দফায় মিছিলটি আটকে দেয় পুলিশ। এরপর ধাক্কাধাক্কির এক পর্যায়ে ৩টা ৪০ মিনিটের দিকে গণজাগরণ মঞ্চের মিছিল কূটনৈতিক পাড়ায় ঢুকে পড়ে।এরপর অস্ট্রেলিয়ান স্কুলের সামনের সড়কে তাদের আবারো আটকানো হয়। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে মিছিলকারীরা। পাকিস্তানের সঙ্গে অস্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত সেখানে অবস্থান করার ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তান থেকে আলাদা হয়ে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটে বাংলাদেশের। যুদ্ধকালীন গণহত্যায় পাকিস্তানি বহিনীর দোসর হিসেবে যারা ছিলেন, তাদের অন্যতম কাদের মোল্লা।বিচারের রায়ে মৃত্যুদণ্ড হলে গত বৃহস্পতিবার তা কার্যকর করার পর পাকিস্তান জামায়াতে ইসলামী সেদেশে রাজপথে বিক্ষোভ করে। এরপর সোমবার ‘ঐক্যবদ্ধ পাকিস্তানের’ একনিষ্ঠ সমর্থক হিসেবে কাদের মোল্লার মৃত্যুদণ্ডে উদ্বেগ জানিয়ে দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়।গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে কাদের মোল্লার যাবজ্জীবন সাজা হলে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সূচনা হয়। ওই আন্দোলনের মুখে আপিলের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড হয় এই জামায়াত নেতার, যে দণ্ড বৃহস্পতিবার কার্যকর হয়।

 

উৎস-বিডিনিউজ

Leave a Reply