বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

লক্ষ্মীপুরে গুলিতে যুবদল নেতাসহ নিহত ৫, গুলিবিদ্ধ ৩০

লক্ষ্মীপুরে বিএনপির সঙ্গে র‌্যাব-পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ জুয়েলসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের গুলিতে আহত হয়েছে অর্ধ শতাধিক। এছাড়া আহত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ২০ জন। ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের শেষদিন বৃহস্পতিবার সকালে শহরের চকবাজার, ঝুমুর সিনেমা ও এলজিইডি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি এক বিবৃতিতে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।নিহতরা হলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, শিবির কর্মী মনোয়ার হোসেন, লাহারকান্দি ইউনিয়নের আবদুর রশিদের পুত্র বিএনপির কর্মী মো: মাহাবুব ও ও পথচারী কিশোর শিহাব (১৫)। সংঘর্ষের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক নেছার উদ্দিনসহ অন্ততঃ ২০জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ও ছাত্রনেতা নেছার উদ্দিনকে লক্ষ্মীপুর মডেল হাসপাতালসহ আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকালে জেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরে অবরোধের সমর্থনে মিছিল বের হয়। মিছিলে র‌্যাব-পুলিশ বাঁধা দিলে মিছিলকারীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ নিয়ে সংঘর্ষ বাঁধে। এতে দুইজন নিহত ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্ততঃ ২০ গুলিবিদ্ধ হয়েছেন।জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ জুয়েলকে গুলিবিদ্ধ অবস্থায় র‌্যাব তাদের ব্যবহৃত গাড়িতে করে নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীরা জানান। তারা জানান, জুয়েল নিহত হওয়ায় র‌্যাব পুলিশ তাকে নিয়ে গেছে। অবশ্য পুলিশ অজ্ঞাত একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করলেও জুয়েল বিষয়টি জানে না বলে জানায়।এদিকে এ ঘটনায় গোটা লক্ষ্মীপুর শহরসহ জেলার বিভিন্ন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply