Saturday, August 17Welcome khabarica24 Online

রিদোয়ান কবিরের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

 

 

খবরিকা প্রতিনিধি ঃ

মীরসরাইয়ের বিশিষ্ট ক্রিয়ামোদী, সমাজসেবক ও সংগঠক রিদোয়ান কবির এর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়। বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশানের তিনি সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ছিলেন। তাঁর জীবদ্দশায় মীরসরাই উপজেলার ক্রিয়া ও সামাজিক কর্মকান্ডে ব্যাপক অবদানের জন্য তিনি সকলের কাছে আজো অম্লান রয়েছেন। তাঁর পরিবারের উদ্যোগে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল (২৪ আগষ্ট) শুক্রবার মীরসরাই উপজেলার মিঠাছরাস্থ মরহুমের নিজবাড়ীতে কোনআন খতম, মিলাদ মাহফিল ও প্রায় ২ হাজার দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ সম্পন্ন হয়েছে। মরহুমের পরিবারবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠন মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করেছেন। উল্লেখ্য যে, ২০০৯ সালের ২৪ আগষ্ট আজকের এই দিনে কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এবারের মৃত্যুবার্ষিকী উদযাপন কালে তাঁর পিতা মাষ্টার সামছুল হক, তাঁর সহধর্মিনী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবিকা রাশেদা আক্তার মুন্নি, মেঝ ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী এমরান উদ্দিন, ছোট ভাই তরুণ সমাজসেবক সাইফুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের অন্যান্য সকল সদস্যগন উপস্থিত ছিলেন।