মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রওশনই জাপা’র নেতা

rowson

 

শপথ গ্রহনের পর জাতীয় সংসদ ভবনে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জাপার সংসদ সদস্যরা রওশন এরশাদকে তাদের নেতা নিচর্বাচিত করেছেন।এখন রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানালে সংগত কারনেই বিরোধীদলীয় নেতা হবেন রওশন এরশাদ।এর আগে বুধবার রওশন এরশাদ জানিয়েছিলেন, তিনি বিরোধীদলের নেতা হিসেবে শপথ গ্রহন করবেন। জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনিত করেছে।এদিকে জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেও এখন পর্যন্ত পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শপথ গ্রহণ করেনি। তবে তিনি ২/১ দিনের মধ্যে শপথ গ্রহণ করবেন বলে জানান জাতীয় পার্টির কয়েক শীর্ষ নেতা।

Leave a Reply