শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

যে কোন সময় জরুরি অবস্থা জারি

image-7

রাজনৈতিক সহিংসতা অব্যাহত থাকলে আগামী ১০-১৫ ডিসেম্বরের মধ্যে দেশে জরুরি অবস্থা জারি হতে পারে বলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিকালে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। যোগাযোগমন্ত্রী বলেন, এই মূহুর্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। চলমান সহিংসতা প্রতিরোধে পুলিশ-র‌্যাব ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। তাছাড়া রাজনৈতিক সহিংসতা রাজনৈতিকভাবেই দমন করা হবে। তবে এ ধরনের নাশকতা ও সহিংসতা আরো বাড়লে দেশে জরুরি অবস্থা জারি হতে পারে। আর জরুরি অবস্থা জারি হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে। সেক্ষেত্রে সরকারই জরুরি অবস্থা জারি করতে পারে। আগামী দুই-তিন দিনের মধ্যেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে।

Leave a Reply